Apan Desh | আপন দেশ

ল্যাবএইড হাসপাতাল জরিমানা খোয়ালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ৭ মার্চ ২০২৪

ল্যাবএইড হাসপাতাল জরিমানা খোয়ালো

ছবি: সংগৃহীত

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত ল্যাবএইড হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছাদে অনুমোদনহীন রেস্টুরেন্ট পরিচালনা, রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ পাওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাদসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে অভিযান শেষে তিনি জানান, ‘রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থার ঘাটতি খুঁজতে গ্রিন রোডের ল্যাবএইড হাসপাতালে প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। হাসপাতালটির ছাদে অনুমোদন ছাড়া অবৈধভাবে একটি রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে।’ 

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় যে, নকশার ব্যত্যয় ঘটিয়ে হাসপাতালের ৮ম তলায় একটি রুফটপ রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। যেটা নকশাতে ছিল না। পাশাপাশি অগ্নিনির্বাপন ব্যবস্থাতেও আমরা ক্রুটি পেয়েছি। রান্নাঘরে ব্যবহারের জন্য সিঁড়ির পাশে পাঁচটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। এর মধ্যে একটি সিলিন্ডারে লিকেজ পাওয়া গিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সার্বিকভাবে অগ্নিনির্বাপন ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। তাই, হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন, ২০০৩ এর ১৮ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন প্রমুখ।

আপন দেশ/এবি/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা