Apan Desh | আপন দেশ

ঢাকায় চালু পূর্ণাঙ্গ ডেন্টাল হাসপাতাল ‘এডিএম’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২৪ জানুয়ারি ২০২৬

ঢাকায় চালু পূর্ণাঙ্গ ডেন্টাল হাসপাতাল ‘এডিএম’

ছবি : আপন দেশ

রাজধানীর ধানমন্ডি-২ এলাকায় যাত্রা শুরু করেছে মুখ ও দাঁতের সব ধরনের চিকিৎসাসেবার পূর্ণাঙ্গ হাসপাতাল এডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল (এডিএম) হাসপাতাল। 

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে হাসপাতালটির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ)  ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শাহিনুল আলম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এডিএম হাসপাতালে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবার পাশাপাশি অন্তর্বিভাগ (ইনডোর), বহির্বিভাগ (আউটডোর) এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু থাকবে। শতাধিক চিকিৎসকের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানে ডেন্টিস্ট্রির সব শাখার বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেবেন। এখানে মুখের ক্যানসার ও টিউমার, চোয়ালের জটিল অপারেশন, দাঁতের গঠনগত সমস্যা, এন্ডোডন্টিক চিকিৎসা, শিশুদের দন্তরোগসহ মুখ ও দাঁতের সব ধরনের রোগের চিকিৎসা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএমইউ ভিসি বলেন, ডেন্টাল খাতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আধুনিক ও উচ্চপ্রযুক্তিসম্পন্ন এ ডেন্টাল হাসপাতাল দেশের রোগীদের জন্য একটি আশীর্বাদ। তিনি বলেন, দেশের অনেক হাসপাতালে সংক্রমণের ঝুঁকি রয়েছে। এ ক্ষেত্রে আরও সতর্ক ও মানসম্মত চিকিৎসা চর্চার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিএমইউর প্রো-ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এ হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের ডেন্টিস্ট্রি বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিতি পাবে।

দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশি চিকিৎসকদের দক্ষতা অত্যন্ত ভালো।

আরও পড়ুন<<>>ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

অনুষ্ঠানে রাশিয়ান দূতাবাসের ডিরেক্টর অব হাউজ খ্লেভনয় আলেক্সান্দ্রা আলেক্সান্দ্রভনা বলেন, রাশিয়া ও বাংলাদেশ যৌথভাবে এডিএম হাসপাতালের উন্নয়নে কাজ করবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য রাশিয়ার দরজা উন্মুক্ত থাকবে।

এডিএম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজ বলেন, এ হাসপাতালকে বিশ্বের একটি রোল মডেল হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন বলেন, এখানে ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।

হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. গোলাম মহীউদ্দীন চৌধুরী বলেন, হাসপাতালের উন্নয়নে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি উন্নত প্রযুক্তির মাধ্যমে ডেন্টাল চিকিৎসাসেবার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা তাদের চিকিৎসা পদ্ধতি ও সেবার ওপর বৈজ্ঞানিক উপস্থাপনা দেন।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়