বলিউড অভিনেত্রী মালতি চাহার
রুপালী জগতে অভিনয় করতে গিয়ে অনেক অভিনেত্রী যৌন হেনস্তার শিকার হয়ে থাকেন। কখনও সেটি নির্মাতা কর্তৃক, কখনও প্রযোজক। নানা সময়ে প্রকাশিত সাক্ষাতকারে এমন তথ্য দিয়েছেন অভিনেত্রীরা। তারই ধারাবাহিকতায় এবার নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার।
সদ্য শেষ হওয়া ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী মালতি জানান, কীভাবে এক পরিচালক তাকে হোটেল রুমে ডেকে কুপ্রস্তাব দেন এবং অন্য এক পরিচালক অনুমতি ছাড়াই তাকে চুম্বন করার চেষ্টা করেন।
সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেয়া সাক্ষাৎকারে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে মালতি জানান, দক্ষিণী সিনেমার এক প্রযোজক ও পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট শোনার বৈঠকের পর তাকে আবার ফোন করা হয়। সে ফোনে পরিচালক সরাসরি হোটেল রুমে এসে দেখা করতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মালতি প্রথমে তা এড়িয়ে যান। কিন্তু এরপর বারবার ফোন করে তাকে চাপ দিতে থাকেন ওই পরিচালক।
আরও পড়ুন<<>>কার প্রেমে মজেছেন অনন্যা পাণ্ডে
মালতির ভাষায়, তিনি আমাকে বলেছিলেন, মালতি, বুঝে নাও-ইন্ডাস্ট্রিতে এমনভাবেই কাজ হয়। এ মন্তব্যেই পরিস্থিতির ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়।
শুধু এটুকুই নয়, মালতি আরও জানান, এক প্রবীণ ও পরিচিত পরিচালক তাকে জড়িয়ে ধরার সময় হঠাৎ চুম্বন করার চেষ্টা করেন। মালতি বলেন, বিদায় নেয়ার সময় সাধারণভাবে পাশ থেকে হালকা করে জড়িয়ে ধরেছিলাম। তখনই তিনি আমাকে চুম্বন করতে চেয়েছিলেন।
তিনি জানান, বয়সে অনেক বড় হওয়ায় তিনি ওই ব্যক্তিকে বাবার মতো ভেবেছিলেন। কিন্তু এ ঘটনাই তাকে শিক্ষা দিয়েছে-ইন্ডাস্ট্রিতে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না।
পরিচালক অনিল শর্মার সিনেমা ‘জিনিয়াস’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মালতি চাহার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































