Apan Desh | আপন দেশ

শাহরুখপুত্রের বলিউড অভিষেক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শাহরুখপুত্রের বলিউড অভিষেক

ছেলের অভিষেক প্রদর্শনীতে পুরো খান পরিবার

বলিউডের রাজা শাহরুখ খান। পঞ্চাশ পেরিয়ে এখন সমান জনপ্রিয় এ অভিনয় তারকা। এবার তার বড় ছেলে আরিয়ান খানের বলিউডে অভিষেক হয়ে গেল। অভিনেতা হিসেবে নয়, পরিচালক হয়ে। বৃহস্পবিার (১৮ সেপ্টেম্বর) থেকে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে শাহরুখপুত্রের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। মুক্তির আগে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এক ছাদের নিচে জড়ো হন বলিউডের শীর্ষ তারকারা। 

বিশেষ প্রদর্শনীতে পুরো খান পরিবার উপস্থিত ছিল। শাহরুখ ও গৌরীর সঙ্গে ছিলেন সুহানা ও আব্রাম। লালগালিচায় অতিথিদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠেন শাহরুখ খান। সে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন পরিচালক আরিয়ান নিজেই। শুধু বাবাকেই নয়, পরিবারের সদস্যদেরও নিজের ফ্রেমে বন্দি করেন তিনি।

তারকাদের উপস্থিতিতেও ছিল বৈচিত্র্য। হলুদ পোশাকে ঝলমলে লুকে নজর কাড়েন সুহানা, রুপালি পোশাকে অনন্যা পান্ডেও ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা গোলাপি পোশাকে ঈশা অম্বানির সঙ্গে পোজ দেন। কাজল-অজয় দেবগণকেও দেখা যায় শাহরুখের সঙ্গে একই ফ্রেমে।

এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ফারাহ খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অ্যাটলি, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় বর্মা, খুশি কাপুরসহ আরও অনেকে।

প্রদর্শনীর শেষভাগে আরিয়ান সিরিজটির কলাকুশলীদের সঙ্গে ছবি তোলেন। ফ্রেমে ছিলেন ববি দেওল, রাজত বেদী ও রাঘব জুয়াল।

তারকাখচিত এ আয়োজনে জমকালো সূচনা হলো আরিয়ান খানের পরিচালনা জীবনের, যা নিয়ে দর্শকের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়