Apan Desh | আপন দেশ

অভিনেত্রীকে ৯ ঘণ্টা জেরা, অত:পর...

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

অভিনেত্রীকে ৯ ঘণ্টা জেরা, অত:পর...

মিমি চক্রবর্তী। ছবি সংগৃহীত

অনলাইন জুয়া কাণ্ডের সঙ্গে ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার নাম জড়িয়েছে। সে তালিকায় আছেন কলকাতার মিমি চক্রবর্তী। এ অভিনেত্রীর বিরুদ্ধে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপের প্রচার করে বিপুল অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

অবৈধ অ্যাপে জড়িত থাকার কারণে সোমবার (১৫ সেপ্টেম্বর) ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মিমি চক্রবর্তীকে তলব করেন। সেজন্য দিল্লিতে হাজিরও হয়েছিলেন ঢালিউড অভিনেত্রী।

সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে আইনজীবী ও এক পরিচিতের সঙ্গে ইডির দফতরে পৌঁছন অভিনেত্রী। ১১টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে চলে দীর্ঘ ৯ ঘণ্টা।

আরওপড়ুন<<>>‘দেশি ছেলে বিয়ে করব, সবাই দাওয়াত খাবেন’

ইডির এক সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে কী কী শর্তে, কত রুপির বিনিময়ে, কত বছরের চুক্তি হয়েছিল? জিজ্ঞাসাবাদে মিমির কাছে এ ধরনের নানা প্রশ্নের উত্তর জানতে চান ইডির কর্মকর্তারা। বেটিং অ্যাপ সংস্থার থেকে কবে কত টাকা পেয়েছেন তার তথ্যসহ ব্যাংকের বিস্তরিত জমা দেন অভিনেত্রী।

ইডি সূত্র আরও জানিয়েছে, বেটিং অ্যাপ সংস্থা এবং মিমির মধ্যে চুক্তিপত্র দেখতে চান ইডিরা কর্মকর্তারা। সকালে বাসা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে চুক্তিপত্র নিতে ভুলে গিয়েছিলেন বলে জানান মিমি। এরপর এক পরিচিতের কাছে থাকা চুক্তিপত্র নিয়ে ফের জমা দেন। শোনা যাচ্ছে, মিমির বয়ানে আপাতত সন্তুষ্ট ইডি।

এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিস থেকে বের হয়ে সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করেন। এর আগে ইডির অফিসে প্রবেশের সময় মিমি গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, জিজ্ঞাসাবাদ শেষে নিজের বক্তব্য জানাবেন।

আপন দেশ/এমএইচ  
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়