Apan Desh | আপন দেশ

২৪টি অ্যাপ-ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২৫ জুলাই ২০২৫

২৪টি অ্যাপ-ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

অশ্লীলতার অভিযোগ এনে ভারতে ২৪টি অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ করে দেয়া অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মের নাম প্রকাশ করেছে দেশটির সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অহেতুক যৌনতা, হিংসা, আপত্তিকর বিষয়বস্তুর বাড়াবাড়ি বন্ধে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (এমআইবি) দেশটির ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করেছে।‘সফট পর্ন কনটেন্ট’ প্রচারের দায়ে নিষিদ্ধ করা হয়েছে বেশ কিছু অ্যাপও।

বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মগুলো হচ্ছে- অলট বালাজি, উল্লু, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্স, নাভারাসা লাইট, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জলওয়া অ্যাপ, ওয়াও এন্টারটেইনমেন্ট, লুক এন্টারটেইনমেন্ট, হিটপ্রাইম, ফেনেও, শোএক্স, সোল টকিজ, হটএক্স ভিআইপি, আড্ডা টিভি, হালচাল অ্যাপ, মুডএক্স, নিয়নএক্স ভিআইপি, ফুগি, মোজফ্লিক্স এবং ট্রাইফ্লিক্স।

আরওপড়ুন<<>>নিজ বাসায় হেনস্তার শিকার বলিউড অভিনেত্রী, অত:পর...

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির আইন অনুযায়ী আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭এ অনুযায়ী, বৈদ্যুতিক মাধ্যমে কোনোভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনো কিছু দেখানো যায় না। একইভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী, গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনো মাধ্যমেই নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা যায় না।

এছাড়া, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং ১৯৮৬ সালের অশ্লীলভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম।

কোনোভাবেই যেন ভারতে এসব অশ্লীল অ্যাপ এবং ওটিটি প্ল্যাটফর্ম কেউ দেখতে না পারে সেজন্য কড়া পদক্ষেপ নিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছর মার্চ মাসে মন্ত্রণালয় অশ্লীল বিষয়বস্তু দেখানোর অভিযোগে ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল নিষিদ্ধ করেছিল।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়