Apan Desh | আপন দেশ

নেতানিয়াহুর গ্রেফতর চান বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ২৪ জুন ২০২৫

নেতানিয়াহুর গ্রেফতর চান বলিউড অভিনেত্রী

স্বরা ভাস্কর-বেনিয়ামিন নেতানিয়াহু

কিছুদিন আগেই ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবুও গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি তিনি।

শুধু তাই নয়, একের পর এক পোস্ট দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন স্বরা ভাস্কর। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেফতারের দাবিও জানিয়েছেন এ অভিনেত্রী। মূলত ইরানে মর্কিন হামলার পরেই এমন দাবি নিয়ে হাজির হতে দেখা গেল স্বরাকে।

সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদ্‌ ক্লদিয়া ওয়েবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘণ করার জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করা হোক।

আরওপড়ুন<<>>তিন বছর পর ফিরেই আমিরের বাজিমাত

ক্লদিয়ার এ পোস্টে সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন স্বরা ভাস্কর। শুধু তাই নয়, গাজার সমর্থনে ইসরায়েলের বিপক্ষে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি।

এর আগে গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার আয়োজন করা হয়েছিল। 

এ কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন স্বরা। সেই পোস্টে তিনি লেখেন, মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!