Apan Desh | আপন দেশ

‘চীন-ভারত প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগিতার অংশীদার’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৩, ৩১ আগস্ট ২০২৫

‘চীন-ভারত প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগিতার অংশীদার’

নরেন্দ্র মোদি-শিং জিনপিং। ছবি রয়টার্স

চীনের তিয়ানজিনে বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার (৩১ আগস্ট) এ বৈঠকে মিলিত হন তারা। এ সময় দুই নেতাই চীন ও ভারতের মধ্যে আস্থা ও সম্পর্ক গভীর করার কথা বলেছেন।

ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ শতাংশ হারে যে শুল্ক আরোপ করেছেন, তার মোকাবিলায় ভারত ও চীন কাছাকাছি আসতে পারে বলে ধারণা করছেন অনেক পর্যবেক্ষক। সে প্রেক্ষাপটে রোববারের ই বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

চীনা প্রেসিডেন্ট শিং জিনপিং বলেছেন, চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় – বরং সহযোগিতার অংশীদার। অপরদিকে, ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, দুই দেশের মধ্যে এখন একটা ‘শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ’ বিরাজ করছে।

আরওপড়ুন<<>>‘ভারতের স্থায়ী বন্ধু-শত্রু নেই, সবার আগে দেশের স্বার্থ’

চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের (এসসিও) যে শীর্ষ সম্মেলন চলছে, তার সাইডলাইনেই দুই নেতা নিজেদের মধ্যে আলাদা বৈঠকে বসেন। সম্মেলনে যোগ দিতেই দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন নরেন্দ্র মোদি।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী আরও জানান, দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হতে যাচ্ছে- যদিও এর জন্য কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের জুনে গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই দেশ দু’টির মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। সূত্র: বিবিসি

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!