Apan Desh | আপন দেশ

‌‘এ সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:২৫, ৩১ আগস্ট ২০২৫

‌‘এ সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না’

ছবি: আপন দেশ

এ সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এ মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। 

রোববার (৩১ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীরা কতটা নিরাপদ” শীর্ষক এ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠিত হয়।

রাশেদ খাঁন বলেন, সম্প্রতি তাদের ওপর যে হামলা হয়েছে, তার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে। আমরা সবসময় সেনাবাহিনীর পক্ষে কথা বলেছি যেন এ প্রতিষ্ঠানকে বিতর্কিত না করা হয়। কিন্তু নুরুল হক নুরের ওপর হামলার পর সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি পুনরুদ্ধারের জন্য হলেও হামলাকারীদের বিচার করা দরকার। একইসঙ্গে তিনি এ হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর এমন হামলা ও কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের আহত করা কোনো ছোট ঘটনা নয়। এর প্রতিকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে। গণঅধিকার পরিষদ আইনের শাসনে বিশ্বাস করে।

রাশেদ খাঁন আরও বলেন, ফ্যাসিবাদ ও তার দোসরদের এ দেশে রাজনীতি করার সুযোগ নেই। ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচন করার সুযোগ নেই। কারণ তারা ন্যূনতম সুযোগ পেলেই আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে।

আরও পড়ুন>>>‘জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে’

তিনি স্পষ্ট করে বলেন, আমরা নির্বাচনের বিরুদ্ধে নই, নির্বাচন বানচালও আমরা হতে দেব না। আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের মাধ্যমে এ দেশে একটি সঠিক নির্বাচন হোক।

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন বলেন, দলের নেতাকর্মীদের জীবন, রক্ত ও ঘামের বিনিময়ে যুব অধিকার পরিষদ আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। দেশের এ ক্রান্তিলগ্নে যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা জীবন বাজি রেখে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন। দলের সভাপতিসহ নেতাকর্মীদের ওপর সেনাবাহিনী ও পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

এ আলোচনা সভায় বক্তব্য দেন আতিকুর রহমান মুজাহিদ, সভাপতি ইসলামী যুব আন্দোলন, ডা. জাহিদুল ইসলাম, সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, শাহাদাতাতুল্লাহ টুটুল, আহবায়ক, এবি যুব পার্টি, সামসুল আলম নিক্সন, সভাপতি, জাতীয় যুব পরিষদ,হারুন অর রশিদ, সভাপতি, জাতীয় যুব সংহতি, নজরুল ইসলাম বাবলু, সভাপতি, জাতীয় যুব জাগপা, চৌধুরী বাবর, সভাপতি, বিপ্লবী যুব সংহতি, আব্দুল্লাহ  মাসুদ খান, সভাপতি, ইসলামী যুব সমাজ,আদনান সানি- সভাপতি, জাতীয় যুব আন্দোলন, মাহফুজ খান- সভাপতি, নাগরিক যুব ঐক্য, মো. জাহিদুজ্জামান- সভাপতি, খেলাফত যুব মজলিস,কবি সাহানা সুলতানা- সভাপতি, হৃদয় পতাকা, তাছাড়া আইনজীবী অধিকার পরিষদ ও উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি  বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ, গণসংস্কৃতি পরিষদের সদস্য সচিব রোমনা প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ কোনো কোনো দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: তারেক রহমান শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, চবি-আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি সুষ্ঠু ভোট আয়োজনের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ডাকসুর জিএস পদে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন তামিম!