Apan Desh | আপন দেশ

জামিনে মুক্তি পেলেন গান বাংলার তাপস

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১৮ জুন ২০২৫

আপডেট: ২০:৫৫, ১৮ জুন ২০২৫

জামিনে মুক্তি পেলেন গান বাংলার তাপস

কৌশিক হোসেন তাপস

জামিনে মুক্তি পেয়েছেন গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৭টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

জানা যায়, গত বছর ০৩ নম্ভেম্বর রাত ৩টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ। ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টায় উত্তরা পূর্ব থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

আরওপড়ুন<<>>‘নাটকের শিল্পীদের বেডরুমে পছন্দ করি, সিনেমা হলে না’

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৮ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে ব্যবসায়ী ইসতিয়াক মাহমুদ উত্তরার আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে কর্মসূচিতে অংশ নেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এজাহারভুক্ত আসামিরা ব্যাপক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি, অতর্কিত হামলা, মারধরসহ গুলি করেন। এ সময় আসামিদের ছোড়া গুলি ইসতিয়াকের পেটে, পিঠে, হাতে ও মাথায় লাগে।

পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পেটের গুলি বের করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী ইসতিয়াক মাহমুদ বাদী হয়ে একই বছরের ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।

ওই মামলায় কৌশিক হোসেন তাপস ৯ নম্বর আসামি। তাকে গ্রেফতারের পর রিমান্ডে নেয় পুলিশ। আদালতে এ মামলার শুনানি হয়েছিল।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা