Apan Desh | আপন দেশ

কক্সবাজারে কার জন্মদিন করলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:০৫, ২১ এপ্রিল ২০২৫

কক্সবাজারে কার জন্মদিন করলেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি নাকি ভীষণ সহজ-সরল। তবে এ অভিনেত্রী সম্পর্কে কেউ নেতিবাচক কিছু বললে ক্ষেপে যান তিনি। এর প্রতিবাদ করেন সঙ্গে সঙ্গে। কয়েক দিন আগেই বাসার কাজের মেয়েকে নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। তার রেশ কাটতে না কাটতেই নতুন প্রেমীককে নিয়ে খবরে আসেন পরী।

গায়ক শেখ সাদীর সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন তিনি। কিন্তু অল্প দিনের এ সম্পর্ক ভেঙে চূরমার। সাদীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ঢাকা ছেড়েছেন আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণি। নিজের ম্যানেজারকে সারপ্রাইজ দিতে কক্সবাজারে উড়াল দিয়েছেন অভিনেত্রী।

পরীমণির ফেসবুক স্ক্রল ঘুরে দেখা যায়, ১৮ এপ্রিল ঢাকা ছাড়েন পরীমণি। এরপর ওইদিনই দিবাগত রাত পৌনে ২টায় ফেসবুক লাইভে আসেন পরী।

সে ভিডিওতে এই নায়িকা বলেন, আমার যে ম্যানেজার (নাম তুরান) যিনি আমার সবকিছু ম্যানেজ করেন আজ তার জন্মদিন। তাই হঠাৎ করেই কক্সবাজার এসে ওর (তুরানের) জন্মদিনটা সেলিব্রেট করছি।

বিশেষ আয়োজনে ম্যানেজারের জন্মদিন পালন করার পর সেখানেই দুই সন্তানকে নিয়ে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন অভিনেত্রী।

২০ এপ্রিল ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন পরী। যেখানে দেখা যাচ্ছে, ছেলে পদ্মকে নিয়ে বৃষ্টি উপভোগ করছেন পরী। সোমবার (২১ এপ্রিল) কক্সবাজারেই অবস্থান করছেন তিনি। 

সেখান থেকেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নিজের সকালের মুহূর্ত। সবুজ রংয়ের টি-শার্ট পরার চারটি ছবি পোস্ট করেন। ছবিতে স্নিগ্ধ সাজে ধরা দেন এ নায়িকা। ক্যাপশনে লেখেন, সকাল সকাল। এরপরই একটি প্রজাপতির ইমোজি জুড়ে দেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়