Apan Desh | আপন দেশ

অভিনেত্রী শাওন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

অভিনেত্রী শাওন গ্রেফতার

মেহের আফরোজ শাওন

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডি এলাকা থেকে রাতে শাওনকে গ্রেফতার করা হয়েছে । তাকে ডিবি কার্যালয় নেয়া হচ্ছে। 

ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান রেজাউল করিম মল্লিক ।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়।

এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়