
ছবি পরীমনির ফেসবুক থেকে নেয়া
দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি। যিনি ‘ভালোবাসা সীমাহীন’ নামের এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন। লম্বা সময়ে অনেক সুপারহিট চলচ্চিত্রের জন্ম দিয়েছেন তিনি। আবার পর্দার বাহিরে নানা বিতর্কের জন্ম দিয়েছেন।
যে কারণে পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা-সমালোচনা হলেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের সাক্ষর রেখেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব রয়েছেন। বিভিন্ন সময় নিজের ভালো লাগার বিষয় গুলে ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরতে পছন্দ করেন পরী।
তারই ধারাবাহিকতায় এবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলো আলো আঁধারের মাঝে তোলা। ছবি পোস্ট করে নিজেকে ‘লক্ষ্মীপেঁচা’ বলে উল্লেখ করেছেন পরীমণি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, মধ্যরাতে দোলনায় খোশমেজাজে বসে আছে পরী। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করলেও অনেকে কটাক্ষ করেছেন।
কটাক্ষ করে এক নেটিজেন লিখেছেন, ‘পেঁচা তো পেঁচাই, পেঁচা আবার লক্ষ্মী হয় কীভাবে?’ আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ সুন্দর হয়েছে ছবি। নামের সাথে তার অনেক মিল সত্যি সে পরীর মতো সুন্দর যথার্থ তার নাম।’
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।