Apan Desh | আপন দেশ

জকসুর নির্বাচন ২২ ডিসেম্বর 

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৯, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:০০, ৫ নভেম্বর ২০২৫

জকসুর নির্বাচন ২২ ডিসেম্বর 

ছবি: আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বুধবার (০৫ নভেম্বর) বেলা পৌনে ০৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। এসময় জকসুর অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ০৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর। মনোনয়ন পত্র বিতরণ করা হবে ১৩ নভেম্বর ১৬ নভেম্বর ও ১৭ নভেম্বর। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল। ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুন<<>>এনসিপিকে ১০ আসন দিতে চায় বিএনপি

এছাড়া ২৭ নভেম্বর ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ০৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ০৪ ডিসেম্বর, ০৭ ডিসেম্বর ও ০৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ০৯ ডিসেম্বর। এরপর ০৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এছাড়া তফসিল অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে বলে জানা গেছে।

 

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়