
ছবি: আপন দেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) উদযাপিত হয়েছে বাংলাদেশ মার্কেটিং ডে। কেক কেটে, র্যালির ও নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হয় এ আয়োজন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ৩নং অ্যাকাডেমিক বিল্ডিং থেকে হাদী চত্ত্বর পর্যন্ত র্যালি পরবর্তী কেক কাটার মাধ্যমে উক্ত অনুষ্ঠান উদযাপিত হয়
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে অংশগ্রহণ করেন নর্দান, নর্থ ওয়েস্টার্ন ও খান বাহাদুর আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষর্থীগন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানুল্লা হলের সম্মানিত প্রভোস্ট প্রফেসর ড. শরীফ মোহাম্মদ খান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সন্মানিত হেড প্রফেসর ড. রুমানা হক সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এসময় আমন্ত্রিত অতিথির বক্তব্যে প্রফেসর শরীফ মোহাম্মদ খান বলেন- বর্তমান মার্কেটিং এর সঙ্গে সম্পৃক্ত যারা আছেন তারা একচুয়াল মার্কেটিং প্রফেশনাল না। ফলে তার পেশাদারিত্বের পরিচয় দিতে ব্যর্থ হন। বক্তব্যে তিনি মার্কেটিং ডিগ্রি অর্জন করে, মার্কেটর হওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।