
ইন্দ্রনীল দত্ত চয়ন ও সুব্রত দে
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ডিভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ খুলনা ইউনিভার্সিটি (ডাকু)’।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ০৩ একাডেমিক ভবনের নিজস্ব ডিসিপ্লিনে এ অ্যাসোসিয়েশনের শুভ উদ্ভোদন ও কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইন্দ্রনীল দত্ত চয়ন ও সুব্রত দে দায়িত্ব পেয়েছেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান ড. কাজী হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের অনেক প্রচেষ্টার ফসল হিসেবে আজকের এ ডিভেলপমেন্ট অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করেছে। ডিসিপ্লিনের প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি অ্যাসোসিয়েশনে যুক্ত থেকে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র ডিসিপ্লিন বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নয় জীবনের প্রতিটি প্রতিটি ক্ষেত্রে যোগ্য ও নেতৃত্বের ভূমিকায় নিজেকে প্রমাণ করতে পারে।
এছাড়াও আর বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন। সহকারী অধ্যাপক কামরুল হাসান, সহকারী অধ্যাপক ফারহানা হক ও প্রভাষক শাহরিয়াজ আহমেদ।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: চয়ন বকসী, ইফতেখার ইকবাল।সহ-সাধারণ সম্পাদক: শুভম মিত্র প্রান্ত। কোষাধক্ষ: মো. ইমন সরদার, শমিত সরকার (সহকারী)। কর্মজীবন, গবেষণা এবং প্রকাশনা সম্পাদক: শেখ মুরসালিন রহমান, এস এম রেদওয়ানুর রহমান (সহকারী)। পাবলিক স্পিকিং এবং কমিউনিকেশন সম্পাদক: এস কে আমির মাহাদিন, মো. বাছের বিন জামান (সহকারী)। ক্রীড়া ব্যবস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান, অনন্য চাকমা (সহকারী)।সাংস্কৃতিক অনুশীলন সম্পাদক: সজিব পাত্র, আবদুল আজিজ (সহকারী)। সমাজকল্যাণ সম্পাদক: আশরাফ ফাহিম অনিক, নহিন মুনকার নয়ন (সহকারী)। কার্যনির্বাহী সদস্য: আবিদ হুসাইন, শেখ আবির হাসান, মোছা. আসরা সাদিয়া প্রাপ্তি ও অনমিকা ঘোষ। এছাড়াও উপদেষ্টা প্যানেলে আছেন সকল শিক্ষকবৃন্দ ও ২০ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী।
নতুন কমিটির সভাপতি ইন্দ্রনীল বলেন, আমাদের বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে যেন ভবিষ্যত জীবনে সেই দক্ষতাকে পরিপূর্ণ ভাবে ব্যবহার করতে পারি। এ ক্লাব আমাদের লিডারশীপ তৈরি ও সাম্প্রতিক চাহিদা অনুযায়ী নিজের ক্যারিয়ার গড়তে সাহায্য করার পাশাপাশি সিনিয়র-জুনিয়রদের মধ্যে সংযোগ স্থাপনের একটা সুন্দর প্লাটফর্ম হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।