Apan Desh | আপন দেশ

শাটডাউন স্থগিত করল রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

শাটডাউন স্থগিত করল রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

অধ্যাপক ড. আব্দুল আলীম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষায় ফেরবেন। ওই ফোরামের  সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষকরা আগে থেকেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরেছেন। রাবিতে পোষ্য কোটার বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর থেকে আন্দোলন চলছে। এরই মধ্যে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শিক্ষককে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটেছে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

এতে রাবিতে শিক্ষক লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।

আরও পড়ুন<<>> রাবিতে ছাত্রশিবিরের মানববন্ধনের পর শাটডাউন স্থগিত

এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভায় হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শিক্ষক লাঞ্ছিতের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা সভা হয়। সেখানে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের এ আশ্বাস দিয়েছেন। পরে শিক্ষক ফোরামের সকল সদস্যের সঙ্গে পরামর্শ করে চলমান কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের কথা রাখতে ব্যর্থ হয় তাহলে আমরা ফের কঠোর আন্দোলনে যাবো।

ইউট্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান) বলেন, প্রশাসনের আশ্বাসে আমাদের কর্মসূচি স্থগিত করেছি। তবে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আবারও কঠোর আন্দোলনে যাবো। পোষ্য কোটার বিষয়ে আমরা কোন কথা বলতে চাইনা। আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষায় ফিরবেন বলে জানান তিনি। 

রাকসু নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ভালো জানেন। তবে সুষ্ঠু রাকসু নির্বাচন দিতে যা যা করনীয় তা যদি প্রশাসন করতে পারে তাহলে অবশ্যই রাকসু নির্বাচন হবে।

শাটডাউন প্রত্যাহারের পর নির্বাচন প্রসঙ্গে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব জানান, রাকসু নির্বাচন আয়োজনের জন্য যাবতীয় প্রস্তুতি আছে। ১৬ অক্টোবরকে সামনে রেখে মাঝখানে কিছুটা সময় পাওয়া গেছে। এ সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আমরা খুবই পজিটিভ। আর সামনে কী আসবে না আসবে-আমরা তো কেউ জ্যোতিষী না যে এখানে বসে বলে দেবো। সব ধরণের প্রয়াস চলছে; একটা ভালো ফলাফল আসবে। আমরা খুবই আশাবাদী। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার ১৭ বছর পর মুক্তি পেয়ে নির্বাচনী মাঠে বাবর দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু রাজধানীসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচন নিয়ে আর ধোঁয়াশা নেই, সবার উচিৎ সরকারকে সহযোগিতা করা: নুর জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে রাজি বিএনপি গণভোট–নির্বাচন একসঙ্গে মানে প্রতারণা: জামায়াতসহ ৮ দল রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে ঢাবি শিক্ষক আটক মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩ ট্রাম্পের কাছে ক্ষমা চািইল বিবিসি আর্জেন্টিনাকে রাতে আতিথ্য দেবে অ্যাঙ্গোলা