Apan Desh | আপন দেশ

পূজোর পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:০২, ২২ সেপ্টেম্বর ২০২৫

পূজোর পরে রাকসু নির্বাচন চায় ছাত্রদল 

ছবি : আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচন পূজার পরে চায় রাবি শাখা ছাত্রদল। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের এ কথা বলেন রাবি শাখা ছাত্রদলের সহ সভাপতি ও ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। 

তিনি বলেন, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা দেখছি গত ৪৮ ঘন্টা আগে যে উৎসবমুখর পরিবেশ এবং ভোটার ও প্রাথীদের যে আনাগোনা ছিলো সেটা এখন অনেকটায় স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে। বেশিরভাগ শিক্ষার্থী বাসায় চলে গেছে। আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন। 

আরও পড়ুন<<>>‘ডাকসু নির্বাচনে অনিয়ম-জালিয়াতি তদন্তে কালক্ষেপণ করা হচ্ছে’

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি বিবেচনা করে, ভোটারদের উপস্থিতির কথা যদি বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলব আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন। নির্বাচনটা আমি চাই দুর্গা পূজার পরেই হোক। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়