Apan Desh | আপন দেশ

‘ডাকসু নির্বাচনে অনিয়ম-জালিয়াতি তদন্তে কালক্ষেপণ করা হচ্ছে’

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:২০, ২২ সেপ্টেম্বর ২০২৫

‘ডাকসু নির্বাচনে অনিয়ম-জালিয়াতি তদন্তে কালক্ষেপণ করা হচ্ছে’

ছবি : আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতি তদন্তে ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার  (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

নির্বাচনে ভোটগ্রহণের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন দাবি করে আবিদ বলেন, নির্বাচনে ভোটার চিহ্নিত করার জন্য যে মারকার পেন ব্যবহার করা হয় তা অস্থায়ী হওয়ায় একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কি না তা নিয়ে সংশয়ে আছে ছাত্রদল। নির্বাচনের ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপা হয়েছে তা প্রকাশ করা হয়নি। এ নিয়ে সব অভিযোগ স্পষ্ট। এটাকে আড়াল করার সুযোগ নেই।

আরও পড়ুন<<>>জবি ছাত্রদল নেতার উদ্যোগে ফল-পিঠা উৎসব

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী তার আনুষ্ঠানিক অভিযোগে আরও উল্লেখ করেন, আচরণবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় পোলিং অফিসাররা সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন এবং নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। নির্বাচনকালীন সময়ে ছাত্রদলের প্রার্থীরা পোলিং অফিসারদের দ্বারা বারবার মবিংয়ের শিকার হয়েছেন। এছাড়া, বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইডের সহায়তায় একাধিক বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করেছেন বলে তিনি অভিযোগ করেন।

নির্বাচনের দিন তিনি নিজেই মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও দাবি করেন আবিদুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ছাত্রদল একটি নতুন সংস্কৃতিতে প্রবেশ করেছে। নির্বাচনের দিন থেকে পরবর্তী সময় পর্যন্ত অসামঞ্জস্যতা থাকলেও ছাত্রদল প্যানেল কোনও মিছিল-মিটিং বা প্রতিবাদমূলক কর্মসূচি গ্রহণ করেনি।

নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ তদন্ত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই পরাজিত ভিপি প্রার্থী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়