Apan Desh | আপন দেশ

রাকসু নির্বাচন: কোন প্যানেল কীভাবে শুরু করল প্রচারণা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রাকসু নির্বাচন: কোন প্যানেল কীভাবে শুরু করল প্রচারণা

ছবি: আপন দেশ

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করাসহ সব ধরনের প্রাথমিক কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। এরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। ফলে পুরো ক্যাম্পাসজুড়ে বইছে নির্বাচনী আমেজ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যালট নাম্বার দেয়া হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সূচনা করে কমিশন।

ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম" প্যানেল: প্রচারণা শুরুর প্রথম দিনেই আচরণবিধি ভঙ্গ করে আলোচনায় এসেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। জিএস পদপ্রার্থী নাফিউল জীবন আচরণবিধি ভঙ্গ করে ক্লাসরুমে প্রচারণা চালান। পরিবহন মার্কেটের দোকানের সামনে পোস্টার টানান সিনেট সদস্য পদপ্রার্থী সাফিন আজমীর । এছাড়া ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর ও জিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষাকে আন্তঃবিভাগ ফুটবল খেলার গ্যালারিতে প্রচারণা চালাতে দেখা যায়।

শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’: শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ বরাবরের মতো এবারও প্রচারণায় নতুনত্ব এনেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর এক সপ্তাহ আগ থেকেই হলগুলোতে আতর বিলিয়ে ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে জনসংযোগ শুরু করে তারা।

তবে এবারের বিশেষ চমক এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে সংস্কৃতি সম্পাদক প্রার্থী জায়িদ হাসান জোহাকে পুলিশের পোশাকে ভোট চাইতে দেখা যায়। গরুর গাড়িতে চড়ে ভিডিও বানিয়ে প্রচারণা চালান ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস প্রার্থী এস. এম. সালমান সাব্বির। এসব ভিন্নধারার উদ্যোগ শিক্ষার্থীদের নজর কেড়েছে।

‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’: রাকসুর ইতিহাসে প্রথম নারী প্রার্থী তাসিন খানের নেতৃত্বে গঠিত ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ রোববার সিরাজী ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা দেয়। এর মাধ্যমে তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। পাশাপাশি ফেসবুকে ভিডিও বার্তায় শিক্ষার্থীদের কাছে নিজেদের কর্মসূচি প্রচার করছে প্যানেলটি।

‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’: ছাত্রঅধিকার পরিষদ সমর্থিত ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ ভিন্ন এক ধারা বেছে নিয়েছে প্রচারণার শুরুতে। ভিপি প্রার্থী মেহেদী মারুফ ও জিএস প্রার্থী আফরিন জাহান নেতৃত্বে প্যানেলের সদস্যরা দুপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে দেখা যায় তাদের।

‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’: বামজোট সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ শহীদ মিনারে ফুল দেয়ার মাধ্যমে প্রথম দিনের প্রচারণা শুরু করেন। ভিপি প্রার্থী ফুয়াদ রাতুলের নেতৃত্বে প্যানেলটির সদস্যরা পরে বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

‘অপরাজেয়–৭১, অপ্রতিরোধ্য–২৪’: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘অপরাজেয়–৭১, অপ্রতিরোধ্য–২৪’ প্যানেলের ভিপি প্রার্থী মাসুদ কিবরিয়া প্রথম দিন থেকেই সক্রিয়ভাবে প্রচারণা শুরু করেন। টুকিটাকি চত্বর, আমতলা ও বিভিন্ন অ্যাকাডেমিক ভবনের সামনে লিফলেট হাতে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যান প্যানেলটির প্রার্থীরা।

‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’: স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গঠিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ ও ব্যালট নম্বর পাওয়ার পরপরই প্রচারণায় নামে। ভিপি প্রার্থী তাওহিদুল ইসলামসহ বিভিন্ন প্রার্থীকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়