Apan Desh | আপন দেশ

জকসু নির্বাচন-বৃত্তি আদায়ে শিবিরের লাগাতার কর্মসূচি

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

জকসু নির্বাচন-বৃত্তি আদায়ে  শিবিরের লাগাতার কর্মসূচি

ছবি: আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে আগামীকাল (মঙ্গলবার) থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে জবি শাখা ছাত্রশিবির।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

এ সময় এক মাসের মধ্যে জকসু ভোটার লিস্ট হালনাগাদ, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচনের সময়সীমা নিশ্চিত করা, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বৃত্তির জন্য আবেদন গ্রহণ ও নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি দেয়ার দাবি জানায় জবি ছাত্রশিবির।

আরওপড়ুন<<>>রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা যমুনায় আন্দোলন করার সময় বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাকাও দিতে পারেনি। আমরা ধৈর্যের শেষ সীমায় পৌছে গেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেনি। অক্টোবরের প্রথম সপ্তাহের ভেতরে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই- শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারে। জকসু নির্বাচনের জন্য একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যারা এ বিষয়ে আমাদেরকে হালনাগাদ তথ্য দিতে পারবে।

লাগাতার আন্দোলনের বিষয়ে সংগঠনটি সভাপতি বলেন, আমাদের দাবি বাস্তবায়নের জন্য মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে লাগাতার আন্দোলনে যাব। শুরুতে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মত কর্মসূচি নেয়া হবে। এক সপ্তাহের ভেতর আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যাব আমরা।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়