Apan Desh | আপন দেশ

যৌন হয়রানির অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:২৯, ১০ সেপ্টেম্বর ২০২৫

যৌন হয়রানির অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে ছাত্রীকে যৌন হয়রানি এবং অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ওই শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পরিসংখ্যান বিভাগ একটি 'সত্যানুসন্ধান' কমিটির মাধ্যমে তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করেন বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি।

আরওপড়ুন<<>>‘নবী করিম (সা.) কথায় সীমাবদ্ধ নয়, কাজে বাস্তবায়ন করেছেন’

আনীত অভিযোগসমূহ অধিকতর অনুসন্ধান ও সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের প্রেক্ষিতে তদন্ত চলাকালীন তাকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অধ্যাপক প্রভাস কুমারকে সকল প্রকার প্রশাসনিক ও অ্যাকাডেমিক কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে- মর্মে একটা চিঠি পেয়েছি।

এর আগে, গত ১৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা এ বিষয়ে বিচার চেয়ে বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এরপর বিভাগ একটি ফ্যাক্টফাইন্ডিং কমিটি গঠন করে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়