
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে টেবিল উল্টে দেয় ও চেয়ার ভাঙচুর করেন সহ-সভাপতি আহসান হাবিব। ভিডিও ফুটেজে তা স্পষ্ট দেখা গেলেও সাধারণ শিক্ষার্থীদের ওই ঘটনার দায় চাপালেন ছাত্রদল সভাপতি।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সুলতান আহমেদ রাহী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ওই ঘটনা ঘটে।
চেয়ার ভাঙচুর ও টেবিল উল্টে দেয়ার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রশাসন থেকে বলা হয়েছিল- আপনাদের সকল যৌক্তিক দাবি মেনে নেয়া হবে। এ আশ্বাস পেয়ে আমাদের নেতাকর্মীরা মনোনয়নপত্র উত্তোলন করে। আজ আমরা এসে মরণাপত্র বন্ধ করার দাবি জানাই। কারণ আমাদের প্রথম বর্ষ শিক্ষার্থীরা এখনও তাদের ভোটাধিকার পাইনি। একপর্যায়ে আমি টেবিলটি সামনের দিকে সরিয়ে দিই। পরে সাধারণ কিছু শিক্ষার্থীরা টেবিল সরিয়ে দেয়।
তবে ছাত্রদল সহ-সভাপতি আহসান হাবিব চেয়ার ভাঙচুর করলেও এ বিষয়ে তিনি উত্তর দেননি।
আরওপড়ুন<<>>বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
ভাঙচুরের সময় সাংবাদিকদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মনোনয়ন বিতরণে দায়িত্ব পালন করছিলেন কম্পিউটার অপারেশন সুপারভাইজার আক্তারুজ্জামান, চৌধুরী সারমিন আকতার বিনতে আম্বিয়া, রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আব্দুল খালেক, মাহবুবুল ইসলাম। ১০টার দিকে সুলতান আহমেদ রাহী ৮-১০ জন নেতাকর্মী নিয়ে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে কর্তব্যরত কর্মকর্তাদের কর্মকাণ্ডে বাধা দেন। একপর্যায়ে টেবিলে থাকা মনোনয়নপত্র বিতরণের নথিগুলো নিজের হাতে নিলে কর্তব্যরত কর্মকর্তা রাহীর কাছ থেকে আবার নিজের হাতে নেন আক্তারুজ্জামান। এরপর রাহী তার নেতাকর্মীদের টেবিল সরানোর ইশারা দিলে তারা টেবিলটি উল্টে দেন।
ভিডিও ফুটেজে আরও দেখা যায়, টেবিলটি উল্টে দিয়ে একটু সামনে গিয়েই লাল রঙের একটি চেয়ার ভাঙচুর করেন ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব। এ সময় গত ২১ আগস্ট শাখা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বানানো জার্সি পরিহিত ছিলেন আহসান হাবিব।
কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, আমরা মনোনয়ন বিতরণ করছিলাম। হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা এসে বলেন, আপনাদের কার্যক্রম বন্ধ করেন। আর মনোনয়নপত্র বিতরণ করা যাবে না। তখন আমরা নথিপত্র গুছিয়ে ভেতরে ঢুকে যায়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।