Apan Desh | আপন দেশ

অনিবার্য কারণে রাকসু মনোনয়নপত্র বিতরণ বন্ধ  

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৯, ২০ আগস্ট ২০২৫

অনিবার্য কারণে রাকসু মনোনয়নপত্র বিতরণ বন্ধ  

ছবি : আপন দেশ

অনিবার্য কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) মধ্যরাতে রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেনের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৮ জুলাই রাকসু'র নির্বাচন কমিশনারের তফসীল ঘোষণা অনুযায়ী বুধবার (২০ আগষ্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম  শুরু হওয়ার কথা ছিল।

আরও পড়ুন<<>>‌নির্বাচনের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

এদিকে কোনো কারণ ছাড়াই হঠাৎ নির্দিষ্ট সময়ে রাকসু'র মনোনয়ন ফরম বিতরণ বন্ধ করার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। ২০শে আগস্ট (বুধবার) রাত ২টায় শাখা ছাত্রশিবির প্রচার সম্পাদক মো. শামীম পাটোয়ারীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি এ উদ্বেগ ও প্রতিবাদ জানান সংগঠনটি।

হঠাৎ কেন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হলো? এ বিষয়ে রাকসু'র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। আমাদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘটে ছিল। হল পর্যায়ে কার্যক্রম বন্ধ ছিল। আমাদের অফিস কিছু সময়ের জন্য বন্ধ ছিল। আমরা ভেতরে ভেতরে কাজ করেছি। এজন্য হল পর্যায়ে মনোনয়নপত্র পৌঁছানো সম্ভব হয়নি। আজকে আমরা নির্বাচন কমিশনের সবাই বসে মনোনয়নপত্র বিতরণের একটা নতুন তারিখ ঠিক করবো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়