
ছবি : আপন দেশ
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আমরণ অনশন করা শিক্ষার্থীরা উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন। উপাচার্য নিজ হাতে তাদেরকে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙান।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে অনশন ভাঙেন তারা। এ সময় প্রশাসনিক ভবনের উত্তর গেটে আসেন উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, আমরা ছাত্রদের নিয়ে সম্ভাব্য একটি রোড ম্যাপ তৈরি করেছি। আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে পারব। ছাত্র সংসদ নিয়ে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈঠক ডেকেছে ইউজিসি। তারা খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে কার্যক্রম শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন<<>>ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা আজ
এদিকে অনশনে থাকা এস এম আশিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আমাদের দাবি মেনে নিয়ে আগামী ৩০ অক্টোবর নির্বাচনী সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আমরা বিশ্বাস করি আগামী ৩০ শে অক্টোবরের মধ্যে আমরা আবু সাঈদের বিশ্ববিদ্যালয় একটি ছাত্র সংসদ নির্বাচন পাব।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক কেন্দ্রীয় ছাত্রসংসদের খসড়া গঠনতন্ত্রটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদনের জন্য পরীক্ষা ও চূড়ান্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গঠিত কমিটির সভা ২১ আগস্ট ইউজিসিতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ইউজিসির জ্যেষ্ঠ সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান জানান।
এর আগে রোববার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।