Apan Desh | আপন দেশ

৯ দফা দাবিতে রাবি শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৪, ১৯ আগস্ট ২০২৫

৯ দফা দাবিতে রাবি শিক্ষক-কর্মকর্তাদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল এবং বৈষম্য দূরীকরণসহ ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালান করছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৯ আগষ্ট) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক, প্রশাসনিক ও হলের কক্ষে তালা ঝুলিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের অর্থ হিসাব দফতরের কর্মকর্তা নিয়াজ উদ্দিন বলেন, আমরা আজ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি সকল প্রকারের বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা পাওয়ার জন্য। আমরা এর জন্য আট দফা দাবি তুলে ধরেছি। আমরা আশা করছি, প্রশাসন আমাদের দাবি গুলো মেনে নেবে।

আরওপড়ুন<<>>ইবির শিক্ষক-শিক্ষার্থীসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ

তারা যদি আমাদের দাবিগুলো না মেনে নেয়, তাহলে আমরা রাবির সকল শিক্ষক ও কর্মকর্তা সম্মিলিতভাবে এ অবস্থান কর্মসূচি আরও কঠোর থেকে কঠোর হবে। প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় সম্পুর্ণ অচল করে দেব। আমাদের কর্মসূচি অফিস বন্ধ না হওয়া পর্যন্ত চলতে থাকবে বলেও জানান তিনি।

অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। বহু বছর ধরে পাওয়া প্রাতিষ্ঠানিক সুবিধা কর্মকর্তা-কর্মচারীদের অধিকার। এ দাবি আদায়ের লক্ষ্যে আজ পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। কেউ যদি মনে করে আমাদের ন্যায্য অধিকার হরণ করা যাবে, তবে তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছেন।

তিনি আরও বলেন, আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা দ্রুত ফিরিয়ে দিতে হবে, নইলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়