ছবি: আপন দেশ
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।
সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টায় জব্বার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেআর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, আজ যে আমেরিকা সারাবিশ্বে গণতন্ত্র ও শান্তি স্থাপনের ছবক দেয়, তারাই দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে বেড়াচ্ছে। আমেরিকার প্রত্যক্ষ মদদে ইজরায়েল ইরানে হামলা চালিয়েছে। ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, অর্ধ লক্ষাধিক নারী, শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করেছে।

তারা আরও বলেন, পুঁজিবাদের সবশেষ ক্ষয়িষ্ণু রূপ হলো- মানবতাবিরোধী এ সাম্রাজ্যবাদ। আজ তাদের কাছে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই। এর আগেও যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ইরাক, সিরিয়া, লেবাননে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে ওই দেশের খনিজ সম্পদ কুক্ষিগত করার ইতিহাস আমরা জানি।
তাই আজ বিশ্ব মানবতাকে মুক্তি দিতে হলে এ মানবতাবিধ্বংসী সাম্রাজ্যবাদী তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে লড়াই করতে হবে। একই সঙ্গে জনগণকে আমাদের দেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা রুখতে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































