
ছবি: আপন দেশ
রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা, নির্বাচনী আচরণবিধি, পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা ও শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রকাশের দাবিতে বিক্ষোভ হয়েছে।
সোমবার (২০ মে) বিশ্বাবিদ্যালয়ের প্যারিস রোডে 'আরইউ স্টুডেন্টস অ্যালায়েন্স' এর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আগত শিক্ষার্থীরা প্যারিস রোড ব্লক করে তাদের দাবিগুলো তুলে ধরেন।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজীব বলেন, আজকের ছাত্র সমাবেশের অন্যতম প্রধান দাবি হলো—অনতিবিলম্বে রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা ও পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করা। পাশাপাশি শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে। এ সংক্রান্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। যদি প্রশাসন এগুলো নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতা স্বীকার করতে হবে। এছাড়া সকল অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত অনাবাসিক ভাতা প্রদান করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সকল শিক্ষার্থীদের রাকসু নির্বাচন এবং শতভাগ আবাসিকতার আন্দোলনে অন্তর্ভুক্ত করতে চাই। যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেয়া হবে, ততদিন পর্যন্ত আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।
আরওপড়ুন<<>>সাম্য’র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রাবি ছাত্রদলের মশাল মিছিল
আকিল বিন তালেব বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলো কার্যকর করা। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রশাসন নিজেদের বিপ্লবী প্রশাসন দাবি করলেও শিক্ষার্থীদের চোখে তাদের উল্লেখযোগ্য কোনো কাজ পড়ে না। রাকসু নির্বাচন ও শতভাগ আবাসন নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। আমরা এর আগেও অনেক মানববন্ধন করেছি। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন, শতভাগ আবাসিকতা নিশ্চিত এবং রাকসু নির্বাচন কার্যকর করা ৩৬ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবি। ক্যাম্পাসে শত শত বিঘা জমি পড়ে আছে। প্রশাসনের সদিচ্ছা থাকলে শতভাগ আবাসিকতা নিশ্চিত করা কোনো সমস্যা বলে আমি মনে করি না। কিন্তু এ ব্যাপারে প্রশাসনের উদাসীনতা আছে বলে আমরা মনে করি।
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসনের নিরবতা ও আশ্বাসের রাজনীতিতে তারা ক্ষুব্ধ। আন্দোলনকারী শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাকসু নির্বাচন ও শতভাগ আবাসিকতা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।