Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের এক হাজার ট্রেইনি অফিসারের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৬, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৮, ২ জানুয়ারি ২০২৬

ইসলামী ব্যাংকের এক হাজার ট্রেইনি অফিসারের ওরিয়েন্টেশন

ছবি: আপন দেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে এক হাজার নবনিযুক্ত ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, মোট ৯১ হাজার ৭৫৬ জন প্রার্থীর মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কঠোর বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে এ নিয়োগ দেয়া হয়। এ নিয়োগে দেশের ৬৪ জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। জেলা ভিত্তিক প্রতিনিধিত্বে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম, দ্বিতীয় কুমিল্লা এবং তৃতীয় কক্সবাজার। এছাড়া দেশের ৭৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে এ নিয়োগ লাভ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম।

নতুন যোগদানকৃত কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে. এম. মুনিরুল আলম আল-মামুন ও মো. মাকসুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সেগুলোকে সম্ভাবনায় রূপান্তর করে পুনরায় অগ্রগতির ধারায় ফিরে এসেছে। সাধারণ মানুষের আস্থাভাজন এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা আরও বেগবান করতে তরুণ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, তরুণ কর্মকর্তারাই উন্নত বাংলাদেশ ও আধুনিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে। আজ যারা ব্যাংকে যোগদান করেছেন, তারাই আগামী দিনে ব্যাংকিং খাতের নেতৃত্ব দেবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে স্বপ্ন নিয়ে কাজ করতে হবে এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।

নতুন যোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি সুন্দর ব্যবহার, উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন এবং পেশাগত উৎকর্ষতা অর্জনের আহবান জানান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়