ছবি : আপন দেশ
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে মূল্যবান এ ধাতুর সর্বোচ্চ দাম। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে হবে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, যা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত ছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা।
আরও পড়ুন<<>>রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার টাকা
এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে হবে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা, যা মঙ্গলবার বিক্রি হয় ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। বুধবার থেকে ২১ ক্যারেটের দাম বাড়বে ৪ হাজার ২৪ টাকা। অন্যদিকে মঙ্গলবার ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকায় দাঁড়াবে। আগের দাম ছিল ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা। অর্থাৎ এদিন দাম বাড়বে ভরিতে ৩ হাজার ৪৪১ টাকা।
মঙ্গলবার পর্যন্ত সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা ভরি। বুধবার থেকে ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বেড়ে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়বে। বুধবার থেকে রুপার দাম বাড়বে ভরিতে ১৭৫ টাকা। মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ৪ হাজার ৯৫৭ টাকা। বুধবার থেকে দাম বেড়ে হবে ৫ হাজার ১৩২ টাকা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































