Apan Desh | আপন দেশ

৪০ কোটি টাকা ঋণ

পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৯, ২০ মে ২০২৪

পিকে হালদারসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ছবি: সংগৃহীত

রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ‘ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.’ থেকে কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে ৪০ কোটি টাকা ঋণ গ্রহণ, সেখান থেকে ২৭ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দেয়া হচ্ছে এ চার্জশিট। 

সোমবার (২০ মে) চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। যেকোন দিন আদালতে দাখিল হবে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন প্রশান্ত কুমার হালদার, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস’র পরিচালক বাসুদেব ব্যানার্জি, মেরিন ট্রাস্ট’র ব্যবস্থাপনা পরিচালক মো. নওশেরুল ইসলাম, ফাস ফাইন্যান্সের পরিচালক কাজী মাহজাবিন মমতাজ, একই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, পরিচালক মো. আবুল শাহজাহান, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, প্রদীপ কুমার নন্দী, অঞ্জন কুমার রায়, অরুন কুমার কুন্ডু, মো. মোস্তাইন বিল্লাহ, উজ্জ্বল কুমার নন্দী। 

ফাস ফাইন্যান্সের প্রধান নির্বাহী মো. রাসেল শাহরিয়ার, প্রিন্সিপাল অফিসার তানভির আহমেদ কমল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম ভুইয়া ও সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রাণ গৌরাঙ্গ দে। তবে এজাহারভুক্ত আসামি এস.এ.এন্টারপ্রাইজের মালিক মো. শাহ আলম শেখ মামলার তদন্তাবস্থায় ইন্তেকাল করায় তাকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে। 

এজাহারভুক্ত ১৪ আসামির মধ্যে ১৩ জন এবং তদন্তকালে আগত নতুন তিনজনকে চার্জশিটে আসামি করা হয়। তদন্তে আগত আসামিরা হলেন- তানভির আহমেদ কমল, জাহাঙ্গীর আলম ভুইয়া ও প্রাণ গৌরাঙ্গ দে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়