পদত্যাগ করে মাউশির সাবেক ডিজি বললেন ‘তারা অচিরেই ফল ভোগ করবে’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন। পদত্যাগের পরের দিন তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার সে স্ট্যাটাসটি আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (০৮ অক্টোবর) নিজের অধ্যাপক ড. আজাদ খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন। তিনি লেখেন, মুক্ত জীবনের অপেক্ষায় আছি। দেশ স্বাধীন, নাগরিক স্বাধীন। সুতরাং যেকোনো বিষয়ে মত প্রকাশের অধিকার নাগরিকের আছে। আমরা ট্যাক্সপেয়ার। করদাতার মতামত করখোরদের চেয়ে গুরুত্বপূর্ণ।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, যারা নিজেদেরকে কোনো গোষ্ঠীর প্রতিনিধি মনে করে মানুষের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, তারা অচিরেই এর ফল ভোগ করবে। বর্তমানটা ভবিষ্যতে থাকবে না। সবার চরিত্র উন্মোচিত হবে। ৫ আগস্টের চেয়েও জটিল পরিস্থিতি জনবিচ্ছিন্ন গোষ্ঠীর অনেককে ভোগ করতে হবে। জনগণ জাগতে শুরু করবে।
১০:২৭ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার