Apan Desh | আপন দেশ

ইস্যুভিত্তিক রাজনীতিতে হ্যাঁ ভোটে জোর দিচ্ছে জামায়াত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০১, ২৫ জানুয়ারি ২০২৬

ইস্যুভিত্তিক রাজনীতিতে হ্যাঁ ভোটে জোর দিচ্ছে জামায়াত

ছবি: আপন দেশ

গণভোট ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ভোটের সমীকরণ মেলাতে দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে গাজীপুর-৫ আসনের  জামায়াতে ইসলামী। প্রতীক বরাদ্ধের পর হতেই ভোটারদের মাঝে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। তবে সাধারণ ভোটাররা প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও প্রশাসনের কাছে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চান।

১০ দলীয় জোটের জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মো. খায়রুল হাসান ও তার কর্মীরা বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভা করে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানাচ্ছেন। নেতৃবৃন্দরা বলছেন, রাষ্ট্র ও গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সংস্কার ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার পক্ষে অবস্থান থেকেই তারা ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছেন। তাদের দাবি, ‘হ্যাঁ’ ভোট মানেই জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসনের পথে অগ্রসর হওয়া। 

আরও পড়ুন<<>>বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

প্রচারণাকালে দাঁড়িপাল্লা প্রতীক সামনে রেখে দলীয় কর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং গণভোটের গুরুত্ব তুলে ধরছেন। এতে ভোটারদের মধ্যে কৌত‚হল ও আলোচনা তৈরি হয়েছে বলে জানায় স্থানীয় ভোটাররা। জামায়াতের এ কৌশল দলীয় প্রতীক ও ইস্যুভিত্তিক ভোটকে একসঙ্গে সামনে আনার প্রচেষ্টা। এতে গণভোটকে কেন্দ্র করে মাঠের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।

ভোটারদের কাছে রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষার লক্ষ্যে তারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, ‘হ্যাঁ’ ভোট জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং এটি দেশ পরিচালনায় ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে। তাই গণভোটকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে কাজ করছে জামায়াতে ইসলামী। গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ের রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে এবং এতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কৌশলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।

কালীগঞ্জ উপজেলার ১টি পৌরসভা, ৭টি ইউনিয়ন, গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল ইউনিয়নের ৪০,৪১,৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৪ হাজার ৬৪৩ জন এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪ টি। প্রবাস ও দেশ থেকে মোট ৩ হাজার ৬৭৭ জন প্রোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। যার মাঝে পুরুষ ৩ হাজার ৩২ জন ও মহিলা ৬৪৫ ভোটার।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট ও গণভোট সম্পন্ন করতে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের সহযোগতা প্রত্যাশা করেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়