ছবি: আপন দেশ
ভোলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি ও বিজেপির নেতারা। তারা বলেন, দীর্ঘদিনের নেতৃত্ব সংকট কাটিয়ে ভোলার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আন্দালিব রহমান পার্থই সবচেয়ে যোগ্য নেতৃত্ব।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোলা সদর উপজেলার ৫নং বাপ্তা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁচড়া ৩২নং পশ্চিম বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলার উন্নয়নের স্বার্থে জেলা বিএনপির আহবায়ক আলহাজ গোলাম নবী আলমগীর হাজী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতি আস্থা ও সমর্থন জানিয়েছেন। এটি ভোলার রাজনীতিতে একটি ঐতিহাসিক ও সময়োপযোগী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তারা।
আরও পড়ুন<<>>ভোলার ঢালচরে লঞ্চঘাট: খুলল যাতায়াতের পথ
বক্তারা আরও বলেন, বিএনপি ও বিজেপি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিপুল ভোটে বিজয়ী করবে। ভোলাকে একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তরিত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিজেপির আহবায়ক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসেদ বাচ্চু মিয়া ও অনুপম দত্ত, যুব বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকাম্মেল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































