Apan Desh | আপন দেশ

বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৩, ১৩ জানুয়ারি ২০২৬

বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ছবি : আপন দেশ

নারায়ণগঞ্জে রায়হান (৪৫) নামের এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে। 

সোমবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মেজ ছেলে সাব্বির। 

তিনি জানান, তার মা কিছুদিন আগে মারা গেছেন। এরপর তিন ভাই ও বাবা ফতুল্লার তল্লা এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। তার বাবা পেশায় বাবুর্চি ছিলেন।

সাব্বির জানান, কয়েকদিন আগে তুচ্ছ একটি ঘটনায় স্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে তার বাবার বাকবিতণ্ডা হয়। সে সময় রাজ্জাক ও তার লোকজন বাবাকে মারধর করেন। পরে তারা তিন ভাই রাজ্জাককে তার বাবার কাছ থেকে দূরে থাকতে বলেন।

তার অভিযোগ, সোমবার রাতে বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার সহযোগীরা কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, গত এক বছরে মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর হাতে এলাকায় অন্তত চারজন খুন হয়েছেন।

আরও পড়ুন : ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন, জায়গা পেলেন যারা

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আপন দেশ/এসএস/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়