Apan Desh | আপন দেশ

তারেক রহমানের প্রত্যাবর্তনে বিশেষ ট্রেন না পাওয়ায় রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের প্রত্যাবর্তনে বিশেষ ট্রেন না পাওয়ায় রেলপথ অবরোধ

ছবি: আপন দেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় লালমনিরহাটে রেলপথ অবরোধ করেছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে এ অবরোধ শুরু হয়। এর ফলে লালমনিরহাট স্টেশনের উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন শত শত সাধারণ যাত্রী।

বিএনপি নেতারা জানান, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে যোগ দিতে লালমনিরহাট থেকে একটি বিশেষ ট্রেনের প্রয়োজন ছিল। এ দাবিতে গত ১৯ ডিসেম্বর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। কিন্তু সোমবার রাতে রেল কর্তৃপক্ষ জানায়, তারা বিশেষ ট্রেন দিতে পারছে না। এ সিদ্ধান্তের প্রতিবাদেই আজ বিক্ষোভে নামেন দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন>>>তারেক রহমান কৌশলে জামায়াত প্রান্তিক

বিক্ষোভে অংশ নেয়া নেতারা বলেন, আমরা টিকিটের বিনিময়ে বৈধভাবে একটি বিশেষ ট্রেন চেয়েছিলাম। অথচ তিন দিন ধরে আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ট্রেন বরাদ্দ দেয়া হয়নি। এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এদিকে রেলপথ অবরোধের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কারো সন্তান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, কারো স্বজন গুরুতর অসুস্থ, আবার কারো রয়েছে জরুরি দাফতারিক কাজ। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে তাদের ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

আব্দুল কাদের নামে এক যাত্রী বলেন, আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমাদের সময়ের মূল্য অনেক। অবরোধের কারণে কখন ট্রেন ছাড়বে জানি না। এ অনিশ্চয়তায় চরম দুর্ভোগ পড়েছি।

জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ বলেন, আমরা টিকিটের বিনিময়ে বৈধভাবে বিশেষ ট্রেন চেয়েছিলাম। কিন্তু তিন দিন ধরে আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। শেষ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ট্রেন বরাদ্দ দেওয়া হয়নি। এটা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এ বিষয়ে জানতে লালমনিরহাট ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) অফিসে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ডিআরএম স্যার বর্তমানে পরিদর্শন কাজে কুড়িগ্রাম জেলায় অবস্থান করছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়