Apan Desh | আপন দেশ

যুবককে পিটিয়ে হত্যায় গ্রেফতার আরও ২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৫, ২১ ডিসেম্বর ২০২৫

যুবককে পিটিয়ে হত্যায় গ্রেফতার আরও ২

ছবি : আপন দেশ

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে গ্রেফতার হওয়া দুই আসামি হলেন- আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)। এ নিয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করা হল। এর আগে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাস (২৭) নামে একটি পোশাক কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নিহতের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শনিবার জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে র‌্যাবের অভিযানে গ্রেফতার হন সাতজন এবং ডিবি পুলিশের অভিযানে গ্রেফতা
র হন তিনজন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার ভেতরে দিপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কারখানার নিরাপত্তাকর্মীরা দিপুকে বাইরে পাঠিয়ে দেন। পরে বিক্ষুব্ধ জনতার মারধরে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন<<>>ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

এরপর তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছে ঝুলিয়ে আগুন দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতের দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি তিন ভাইয়ের মধ্যে বড় এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ২০১৮ সালে তিনি চাকরিতে যোগ দেন। তার স্ত্রী মেষলা রানী দাস ও দুই বছরের এক কন্যাসন্তান রয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই তপু চন্দ্র দাস শুক্রবার বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়