Apan Desh | আপন দেশ

মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনি’ ৯০ ভাগ মিথ্যা: আমির হামজা

 কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৬, ১৬ ডিসেম্বর ২০২৫

মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনি’ ৯০ ভাগ মিথ্যা: আমির হামজা

আমির হামজা।

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বিভিন্ন গ্রন্থ ও ইতিহাসকে ‘কল্পকাহিনি’ বলেছেন কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি বলেন, এসব লেখার ৯০ ভাগই মিথ্যা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শহর জামায়াত আয়োজিত বিজয় র‌্যালিতে এ মন্তব্য করেন তিনি।

আমির হামজা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কল্পকাহিনীর ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচার চালানো হয়েছে।

আরও পড়ুন>>>ফের চাকসু ভিপির দিকে তেড়ে এলেন ছাত্রদল সভাপতি

বদরুদ্দীন উমরের লেখা ইতিহাস গ্রন্থে এসব বিষয় উল্লেখ রয়েছে জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে। তবে এতদিন জনগণকে সেই সত্য জানতে দেয়া হয়নি।

বিজয় র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হক প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়