Apan Desh | আপন দেশ

জালে আটকা পড়ল বৃদ্ধের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৭, ৪ অক্টোবর ২০২৫

জালে আটকা পড়ল বৃদ্ধের মরদেহ

ছবি : আপন দেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেরা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৪ অক্টোবর) সকালে জেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল ১২ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধের নাম আব্দুল মালেক (৮০)। তিনি উপজেলার গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।  

স্থানীয়রা জানায়, আব্দুল মালেক সাঁতার জানেন না। শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টার দিকে গরুর ঘাস কাটতে নিজ বাড়ি সংলগ্ন গাংচিল খালে যান। পরবর্তীতে জুম্মা নামাজের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্বজনেরা গাংচিল খাল ও ছোট ফেনী নদী সংলগ্ন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। 

আরও পড়ুন<<>>অবরোধ প্রত্যাহারের ঘোষণা জুম্ম ছাত্র-জনতার

কোনো খোঁজ না পাওয়ায় তিনি জোয়ারের পানিতে ডুবে গেছেন ধারণা করে স্থানীয়রা গাংচিল ১২ নং স্লুইচগেটে জাল পাতেন। পরবর্তীতে ভাটার সময়ে শনিবার ভোররাতের দিকে আব্দুল মালেকের মরদেহ স্লুইচগেটে পাতানো জালে আটকা পড়ে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়