Apan Desh | আপন দেশ

বিশ্ব তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি 

ছবি : আপন দেশ

‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মুনতাসির বিল্লাহ এবং ফিফার সাবেক রেফারি তৈয়্যব শামসুজ্জামান বাবু, 

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। নাগরিকরা যদি তথ্য পাওয়ার অধিকার যথাযথভাবে ব্যবহার করেন, তবে দুর্নীতি হ্রাস পাবে এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

আরও পড়ুন<<>>আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

প্রধান অতিথি রিপন বিশ্বাস বলেন, তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রশাসন থেকে শুরু করে সকল দফতররে তথ্য প্রদানে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। এতে করে সুশাসন প্রতিষ্ঠিত হবে। 

অন্যান্য বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ একটি গণতান্ত্রিক সমাজ গঠনের প্রধান হাতিয়ার। শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। তারা যদি শৈশব থেকেই তথ্যের গুরুত্ব বুঝে ওঠে তবে ভবিষ্যৎ প্রজন্ম হবে জবাবদিহিতাপূর্ণ সমাজ নির্মাণে অগ্রণী। 

আলোচনা সভার আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে ভবিষ্যতে তথ্য অধিকার আইনকে আরও জনপ্রিয় করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়ার ঘোষণা দেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন