
ছবি: আপন দেশ
বরগুনার আমতলী উপজেলায় আবু বকর সিদ্দিক (জসিম) নামে এক কৃষকদল নেতা পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
জসিম জেলা কৃষকদলের সহ-সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ছিলেন। জামায়াতের নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
আরওপড়ুন<<>>প্রধান উপদেষ্টাকে ওয়াদা ভঙ্গকারী বলল জামায়াত
এ বিষয়ে আবু বকর সিদ্দিক বলেন, গত ২০ বছর ধরে যুবদল ও কৃষকদলের রাজনীতিতে যুক্ত ছিলাম। কিন্তু এ দলের মধ্যে নিয়মশৃঙ্খলা নেই। দলের সিনিয়র দানবীয় শক্তির কাছে উপজেলা বিএনপির ত্যাগী নেতারা জিম্মি। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতির জায়গা বিএনপিতে নেই। তাই আমি যুবদল, কৃষকদলসহ বিএনপির সকল পদ থেকে অব্যহতি নিয়েছি। আর জামায়াতে ইসলামী দলের আদর্শ ও কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে যোগদান করেছি।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন বলেন, জামায়াতে ইসলামী একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। যে কেউ আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিতে পারেন। আজ যুবদল নেতা আবুবকর সিদ্দিক আমাদের দলে যোগ দিয়েছেন। আমরা তাকে সাদরে গ্রহণ করেছি।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।