Apan Desh | আপন দেশ

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৯, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ১২:৫০, ২২ আগস্ট ২০২৫

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ছবি: আপন দেশ

মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক ঢাকায় রেফার করেছে চিকিৎসকরা। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের মাওয়া থেকে ঢাকা মুখি সার্ভিস লেনের মডার্ন গ্রিন সিটি আবাসন প্রকল্প গেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহতরা হলেন—সিরাজদীখানের রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে অওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) এবং মঙ্গল মিয়ার ছেলে কাইয়ূম মিয়া। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইমন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাতে নম্বরবিহীন একটি লাল মোটরসাইকেলে চারজন আরোহী শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেনে পৌঁছে নিমতলা গ্রীন মর্ডান সিটি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। সংঘর্ষের পর চার আরোহী সড়কে ছিটকে পড়েন। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত ইমনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঢাকায় পাঠান।

আরও পড়ুন<<>>এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে প্রাণ গেল তিন জনের

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিক জানান, শ্রীনগর থেকে কাজ শেষ তিন বন্ধু একসঙ্গে বাড়ি ফেরার পথে মহাসড়কের নিমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। একটি লাল রঙের নম্বরবিহীন পালসার মোটরসাইকেলের সঙ্গে নিমতলা থেকে শ্রীনগরগামী অজ্ঞাত একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।

ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেলের যাত্রী ও একজন সাধারণ পথচারী তবে মাত্রা অতিরিক্ত গতি অথবা অজ্ঞাত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।

এদিকে একই দিন সকালে এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয়েছে আরও ৩ জন। পৃথক দুটি ঘটনায় একদিনেই এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ছয় জনের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়