Apan Desh | আপন দেশ

শ্রীপুরে ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১০ আগস্ট ২০২৫

শ্রীপুরে ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণ

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে সেটি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে শিশুটিকে বারবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মড়লপাড়া গ্রামে। অভিযোগকারী, ভুক্তভোগী শিশুর বাবা, জানিয়েছেন যে প্রায় ১৫ দিন আগে তার মেয়ে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয়। সেখানে অভিযুক্তরা তাকে কোল্ড ড্রিংকে ঘুমের ওষুধ মিশিয়ে পান করায়। এরপর তাকে অচেতন অবস্থায় পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণের পুরো ঘটনাটি অভিযুক্তরা মোবাইলে ভিডিও করে। পরবর্তীতে এ ভিডিও দেখিয়ে তারা শিশুটিকে ব্ল্যাকমেইল করতে থাকে। ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অভিযুক্তরা শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে। ভয়ে শিশুটি প্রথমে পরিবারকে কিছু জানায়নি।

আরও পড়ুন>>>নোয়াখালীতে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক

সম্প্রতি অভিযুক্তরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর ভাইয়ের চোখে পড়ে। এরপরই শিশুটি পুরো ঘটনা পরিবারের কাছে খুলে বলে। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিশুটির বাবা অভিযুক্ত চারজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- মড়লপাড়া গ্রামের শফিকুল ইসলাম হায়দার, জসীম উদ্দীন, বাবুল মিয়া ও সাব্বির আহমেদ। এদের মধ্যে বাবুল মিয়া শিশুটির চাচাতো ভাই ও শফিকুল ইসলাম হায়দার তার কাকা।

অভিযোগ দায়েরের প্রায় ২০ ঘণ্টা পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি বা অভিযুক্তদের গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়নি। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারি জানান, তিনি এ অভিযোগ সম্পর্কে অবগত নন।

ভুক্তভোগী শিশুটি জানায়, তারা আমাকে ভিডিও দেখিয়ে বারবার ভয় দেখিয়েছে। আমি বিচার চাই। তার ভাই ও মা প্রশাসনের কাছে দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনার পর শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে বলে তার মা জানান। পরিবারটি সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়