Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ২০:০৩, ২৬ জুলাই ২০২৫

টাঙ্গাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় ও সারাদেশের জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত হয়।

আরওপড়ুন<<>>কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ প্রমুখ।

এ সময় প্রশাসনের কর্মকর্তা, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে সরকারি শিশু পরিবার বালিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়