Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ২৬ জুলাই ২০২৫

কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

ছবি: আপন দেশ

রাষ্ট্রীয় কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় কালীগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে ভার্চুয়ালি লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদফতরের সহযোগিতায় উপজেলা প্রশাসন শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিমা আফ্রাদ।

আরওপড়ুন<<>>‘নির্বাচনের আগেই লুট হওয়াসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে’

এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) নুরী তাসমিন উর্মি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রশাসনের দফতর প্রধানরা, জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যকর্মীরা।

শুরুতে জুলাই যুদ্ধে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষে শপথ পাঠ করানো হয়। এতে বলা হয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের অনুপ্রেরণা। তাদের স্বপ্ন বৃথা যেতে দেয়া যাবে না। সকলের অন্তরে ধারণের মাধ্যমে সমাজের সকলকে সমানভাবে এগিয়ে নিতে হবে।

পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে থ্রি জিরো পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও সামাজিক  নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগীদের সমন্বয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়