Apan Desh | আপন দেশ

অটোরিকশা চাপায় কোম্পানীগঞ্জে দুই শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৩৫, ২২ জুলাই ২০২৫

অটোরিকশা চাপায় কোম্পানীগঞ্জে দুই শিশু নিহত

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় পৃথক স্থানে মো.ইয়াসিন (৭) ও শাহাদাত হোসেন তামিম (৮) নামে দুই শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুইচ এলাকা ও চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চুকানী বাড়ির সামনের সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইয়াসিন চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো.ওয়াসিমের ছেলে এবং তামিম চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে।

আরওপড়ুন<<>>নরসিংদীতে সংঘর্ষে নারী নিহত, গুলিবিদ্ধসহ আহত ১৫

তামিম স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ও ইয়াসিন চরফকিরা মদিনাতুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে তামিম নিজ বাড়ির পাশেই তার ফুফুর বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে ফুফুর বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, ইয়াসিন সকালে মাদরাসায় যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় গুরুত্বর আহত হয়। তাক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়