Apan Desh | আপন দেশ

নরসিংদীতে সংঘর্ষে নারী নিহত, গুলিবিদ্ধসহ আহত ১৫

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৯, ২১ জুলাই ২০২৫

নরসিংদীতে সংঘর্ষে নারী নিহত, গুলিবিদ্ধসহ আহত ১৫

নিহতের স্বজনদের আহাজারি

নরসিংদীর রায়পুরা উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে মোমেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন।

সোমবার (২১ জুলাই) ভোর রাতে উপজেলার রায়পুরা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোমেনা বেগম ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।

গুলিবিদ্ধ আহতরা হলেন- সায়দাবাদ গ্রামের মোতালিব মিয়ার ছেলে তাজু মিয়া (৩৮), মৃত কালু মিয়ার ছেলে কফিল উদ্দিন (৫৫) এবং আলম মিয়ার ছেলে রানা মিয়া (২০)। তারা সবাই স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরওপড়ুন<<>>গোপালগঞ্জে নিহতদের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে একাধিকবার হামলা-মামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর ৫টার দিকে এরশাদ গ্রুপের সমর্থকরা হানিফ গ্রুপের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় এলাকায় টেটা, বল্লম, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ককটেল ব্যবহার করা হয়।

সংঘর্ষে গুলিবিদ্ধ মোমেনা বেগমকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর ঘোষ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে কয়েকজন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়