Apan Desh | আপন দেশ

‘দেশে আর কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেয়া হবে না’

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪১, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ১৮:২৩, ১৫ জুলাই ২০২৫

‘দেশে আর কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেয়া হবে না’

ছবি: আপন দেশ

গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। এ দেশে আর কোন স্বৈরাচার গড়ে উঠতে দেয়া হবে না। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ১৫তম দিনের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের কথা বলে কোটি কোটি টাকা লুট করেছে। কিন্তু বাস্তবে ভোলা আজও গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও এখানকার মানুষ উন্নয়নবঞ্চিত।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে তরুণদের প্রতিরোধের মধ্য দিয়ে জনগণের চেতনা জেগে উঠেছিল। সে আন্দোলনের চেতনা বুকে নিয়েই আমরা নতুন করে মাঠে নেমেছি। দেশের রাজনীতিতে লুটপাট, মাফিয়াবাজি ও চাঁদাবাজির যে সংস্কৃতি ফিরে এসেছে, তা আবারও গণপ্রতিরোধের মুখে পড়বে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে স্বৈরাচার আর ফিরে আসতে না পারে।

তিনি আরও বলেন, আমরা সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ কল্পনা করি না। সে সংস্কার-আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, মুজিববাদী আদর্শ গত ৫০ বছর ধরে দেশকে দুটি শ্রেণিতে বিভক্ত করে রেখেছিল— একদিকে মুক্তিযোদ্ধা, অন্যদিকে রাজাকার। শেখ হাসিনা এ বিভাজনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে জাতিকে দ্বিধাবিভক্ত করে রেখেছিলেন। 

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এ বিভাজনের রাজনীতিকে পেছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। জনগণের প্রতিরোধের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি তা হবে সকলের জন্য— শ্রমিক, কৃষক, দিনমজুর, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের বাংলাদেশ। কারও জন্য নয়, এটি হবে সবার বাংলাদেশ।

তিনি বলেন, আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, যেখানে সবাই সমান মর্যাদায় বসবাস করবে। কেউ যেন শুধুমাত্র মতাদর্শের কারণে রাষ্ট্র থেকে বঞ্চিত না হয়।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম-আহবায়ক সামান্তা শারমিন ও সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়