
ছবি: আপন দেশ
খুলনার আলিফ গেট এলাকায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এ দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলিফ গেট রেলক্রসিংয়ে ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের সামনে একটি ট্রাক চলে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।
আরওপড়ুন<<>>নির্বাচন অফিসে আগুন, পুড়ল নথিপত্র-ব্যালট বাক্স
এ বিষয়ে খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনাস্থল পরিষ্কার না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।