
মোরশেদ
গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী আদালতে মামলা দায়ের করেছে নির্যাতিতা তরুণী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের ওই তরুণীর সঙ্গে একই ইউনিয়নের হরিদেবপুর গ্রামের ইসমাইলের ছেলে মোরশেদের (৩১) পরিচিয় হয়। এক পর্যায়ে তা প্রেমের সম্পর্কে গড়ায়। বিয়ে করার কথা বলে গত বছরের নভেম্বরে তরুণীকে মোশাদের তার বাড়িতে নিয়ে আসে।ওই সময় প্রেমকিাকে অনৈতিক সম্পর্কের প্রস্তার দেয় প্রেমিক মোরশেদ।
এতে ওই তরুণী অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকায় সুযোগে মোরশেদ তার প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে।
আরওপড়ুন<<>>আমির হামজাকে এমপি প্রার্থী ঘোষণা জামায়াতের
ধর্ষণের শিকার তরুণী জানান, এ ঘটনার পর থেকে মোরশেদ বিয়ে করার কথা বলে কৌশলে এড়িয়ে চলতে থাকে। গত ১৯ মে সকালে হরিদেবপুর এলাকায় মোরশেদের সঙ্গে দেখা হলে বিয়ে কথা বলি। এ কথা শুনে ধর্ষক উল্লাস করে বলে তোকে ভোগ করার করেছি বিয়ে করব কেন? মামলা করলে মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধমে ছেড়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দেয়ার হুমকি দেয়।
এ ঘটনায় নির্যাতিতা তরুণী বাদী হয়ে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মোরশেদকে আসামি করে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবি অ্যাডভোকেট সানিয়া জোনাকি বলেন, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করা হয়েছে। মামলাটি পিআইবিকে অধিকতর তদন্তের জন্য আদেশ দিয়েছেন আদালত।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।